করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, তার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এখন গৃহে নিভৃতবাসে রয়েছেন এবং সব ধরনের বিধিনিষেধ মেনে চলছেন। তিনি এ-ও অনুরোধ করেছেন, যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছিলেন, তারাও যেন কোভিড পরীক্ষা করান। সম্প্রতি অর্জুন রামপাল, সোনু সুদ, পবন কল্যাণ, পরেশ রাওয়াল, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকার, ভিকি কুশল, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা কোভিড-১৯-এ আক্রান্ত হন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.