দুহাত এক হয়েছে সেই কবে। এরই মাঝে ঘরে এসেছে নতুন অতিথি। এত দিন বাদে ঐশ্বরিয়া রাই বচ্চন জানালেন স্বামীর প্রেম নিবেদনের রোমাঞ্চকর কাহিনী।
ফিল্মফেয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক বিশ্বসুন্দরী জানান যোধা আকবর ছবির সেটে অভিষেক তাকে প্রেম নিবেদন করেন।
‘আমরা খাজা মেরে খাজা গানের সেটে ছিলাম। বউ সেজে ক্যামেরার সামনে তখন। হঠাৎ অভিষেক এসে প্রপোজ করে। সবকিছু যেন পরাবাস্তব মনে হচ্ছিল।’
সেদিন ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন ঋত্বিক রোশনও। পরিচালক আশুতোষের সঙ্গে ঋত্বিক ঘটনার আকস্মিকতায় অবাক হন। সবকিছু বুঝে ওঠার পর নায়িকাকে অভিনন্দন জানান।
ঐশ্বরিয়া-অভিষেকের বাগদান হয় ২০০৭ সালে। কিছুদিন পর দুজনে বিয়ে করেন। বেশ কয়েকটি ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। এর মধ্যে ধুম-২, গুরু এবং রাবণ অন্যতম।
২০১১ সালে মেয়ে আরাধ্যের জন্মের পর অভিনয় থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন ঐশ্বরিয়া। তিনি ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছিলেন ১৯৯৪ সালে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.