বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়েছেন লোকগানের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতির। মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। খবরটি সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস।
সোমবার দুপুরে সমকাল অনলাইনকে ইলিয়াস বলেন, গত ৭-৮ দিন ধরে কিছুই খেতে পারছিলেন না আব্বা। দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাবাকে সপাতালে ভর্তি করি। মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।’
এদিকে অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলেও জানান ইলিয়াস।
উল্লেখ্য এর আগে গত বছরের ৮ নভেম্বর কুদ্দুস বয়াতিকে ২০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.