সময়ের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ বেঁচে আছেন। তবে তার ফেসবুক অ্যাকাউন্ট বলছে সে মৃত! আর সে কারণে তার অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিস্মিত এই অভিনেতা নিজেও। তার ভাষ্য, ‘আমি যেহেতু কথা বলতে পারছি, তার মানে বেঁচে আছি। আসলে যারা মানসিকভাবে বিকৃত তারা ফেসবুকে আবেদন করে জানিয়েছে, আমি নাকি মারা গেছি। কিছু বলার নেই! ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখন কাজ চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টা ঠিক হয়ে যাবে আশা করছি।’
সঙ্গে যোগ করে পলাশ আরও বলেন, ‘আমি মনে করি এটা তারাই করেছে, যাদের মনুষ্যত্ব বিকৃত। তাদের শান্তি কামনা করছি।’
মূলত, যেসব ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই কর্তৃপক্ষ এই ট্যাগ লাগিয়ে দেয়। তাই আপাতত তাকে ‘মৃত’ দেখাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.