বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বাংলা গানের যুবরাজ খ্যাত সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ভক্তদের একের পর এক নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেও ভক্তদের নতুন গান উপহার দিলেন আসিফ।
শিরোনাম ‘রোদ্দুর হয়ে যাই’। গানটির কথা ও সুর করেছেন তরুন মুন্সী। যৌথভাবে সঙ্গীত আয়োজনে ছিলেন তরুন মুন্সী ও রোমান। গানটির লিরিক ভিডিও আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আসিফ’ থেকে বুধবার রাতে প্রকাশিত হয়েছে।
গানটি নিয়ে আসিফ আকবর বলেন, তরুন মুন্সীর কথা ও সুরে গান। গানটি গেয়ে খুব ভালো লেগেছে। এক ধরনের মাদকতা আছে। ভালোবাসাময় গানের কথাগুলো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। গানটি ভালোবাসা দিবসে আমার সব ফ্যানদের জন্য উপহার।
গেল দুই বছর ধরে নিয়মিতভাবে নিজের গানের মডেল হিসেবেও পারফর্ম করছেন আসিফ আকবর। অভিনয় করতে কেমন লাগে জানতে চাইলে তিনি বললেন, প্রথমদিকে অভিনয় কিছুটা কঠিন লাগতো। এখন আগের চেয়ে সাবলীল। নিজের গানে মডেল হওয়াটা আসলে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের আগ্রহের জন্যই করা। তাদের দাবি মেটাতে গিয়ে অনেকগুলো কাজ করা হলো। ইচ্ছে আছে আগামীতে ভিন্ন লুকে দর্শকদের সামনে আসার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.