বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কাশ্মীরে পুলওয়ামা জঙ্গি হামলার পর বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেন সেই ম্যাচ না খেলে সেই দাবি উঠেছে। পাকিস্তান ম্যাচ বয়কট করেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। তবে আগামী ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আইসিসি।
পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত ভারতীয় সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আইসিসি সিইও ডেভিড রিচার্ডস মঙ্গলবার বলেন, ‘কাশ্মীরে জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্থদের আমাদের সহানুভূতি রয়েছে। আমাদের দল পরিবর্ত পরিস্থিতির উপর নজর রেখে চলেছে। কিন্তু বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার কোনও কারণ নেই। ক্রিকেট মানুষদের ইউনিটি করার ক্ষমতা রাখে।’
১৯৯৯ বিশ্বকাপেও ইংল্যান্ডের মাটিতে হয়েছিল ক্রিকেট বিশ্বকাপ। শুধু তাই নয় এই ম্যাঞ্চেস্টারেই দেখা হয়ে ভারত-পাকিস্তানের। সেবার ৪৭ রানে ম্যাচ জিতে পাকিস্তানের কাছে বিশ্বকাপে পরাজিত না হওয়ার তকমা অক্ষত রেখেছিল মোহম্মদ আজহারউদ্দিনের ভারত। ২২৭ রান তাড়া করতে নেমে মাত্র ৪৫ ওভারে ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.