বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে আর্থিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট পরিপত্র ও অর্থনৈতিক কোড সংক্রান্ত আজ মঙ্গলবার ইউজিসিতে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রফেসর আলমগীর বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম-বেশি আর্থিক অনিয়মের ঘটনা ঘটছে। ইউজিসি’র ২০২৩-২৪ অর্থবছরে বাজেট পর্যবেক্ষণের তথ্য উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৪৮টি ও সর্বনি¤œ ৩টি অডিট আপত্তি রয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো কোনভাবেই অডিট আপত্তি শূন্যের কোটায় নামিয়ে আনতে পারেনি।
দুর্নীতি প্রতিরোধ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ে সরকারের বিধান ও নিয়মের ব্যত্যয়ের কোন সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
এ সময় দুর্নীতির উৎস বন্ধ করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন প্রফেসর আলমগীর ।
তিনি বলেন, দেশে বিদ্যমান অর্থনৈতিক সংকটের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা সম্ভব হয় না। বিশ্ববিদ্যালয়সমূহকে নিজেদের চাহিদা পূরণে আর্থিক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন, নিজস্ব আয় বাড়লে বিশ্ববিদ্যালয়ে সরকারের অনুদান কমানো হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হকের সঞ্চালনায় ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.