বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বের কোন দেশেরই ইরানে হামলা চালানোর শক্তি নেই বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি।
০৮ জুলাই সোমবার তিনি আরও বলেন, আমরা কোনো দেশের সঙ্গে যুদ্ধ চাই না। অতীতেও ইসলামি ইরান কখনো কোনো যুদ্ধ শুরু করে নি। তবে কীভাবে নিজেকে রক্ষা করতে হয় তা ইরানের ভালো করে জানা আছে।
সেনাপ্রধান বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন বিদ্বেষ অনেক পুরনো। আমেরিকাসহ ইরানের শত্রুরা সব সময় ইরানের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। এ অবস্থায় শত্রুদের মোকাবেলায় গণপ্রতিরোধ এবং দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আব্দুর রহিম মুসাভি আরও বলেন, ইরান অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির পাশাপাশি আগের সমরাস্ত্রগুলোকে আধুনিকায়ন করেছে। সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সব ক্ষেত্রেই এটা করা হয়েছে।
ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান নিজে সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা চালিয়ে আসছে এবং দেশটি এ ক্ষেত্রে সফল হয়েছে। এ কারণে নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির সামরিক শক্তি দিন দিন জোরদার হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.