বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে একযোগে এই তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। এতে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়াল ৮ লাখ ৭ হাজার। এছাড়া একদিনে আড়াই লাখ মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ কোটি ৩৩ লাখের বেশি।
এদিকে দৈনিক মৃত্যুর হিসেবে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে সাড়ে ৯শ’ মানুষের প্রাণ গেছে একদিনে। কিছুটা কমে ৪৩ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে রোববার।
ভারতে আরও ৯১৮ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৬ হাজার ৮৪৬ জনে। ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ৭০ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৩০ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন।
ব্রাজিলে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ৮২৩, নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৬ হাজারের বেশি।
তবে প্রাণহানি কমেছে মেক্সিকোতে। দেশটিতে একদিনে ৫ শতাধিক মৃত্যু হয়েছে করোনাভাইরাসে, সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৬ হাজার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.