বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ছুঁইছুঁই। করোনার সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৯৫ হাজার ৮৭৭। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৫৯৮। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ লাখ ২৮ হাজার ৩১৮ জন।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৫৮ জনের। আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ২২৮ । আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে, এখন মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৮২ জন, মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৩৮৯ জনের।
মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৫ লাখ ২৮ হাজার ৯৬৪ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৪৮ জনের।
মৃত্যুর নিরিখে খারাপ পরিস্থিতি ব্রিটেনেও। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ছাপিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৪১,৬৯৮ জনের। ব্রিটেনকে পিছনে ফেলে আক্রান্তের নিরিখে চার নম্বরে উঠে এল ভারত। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৮। মৃত্যু হয়েছে ৯ হাজার ৫২০ জনের।
স্পেনে ২ লাখ ৯১ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৭,১৩৬ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৪৫ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজারের বেশি। পেরুতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৭৩৬ জন আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৮৮ জনের।
ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ জাহার ২২০ জন আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪০৭ জনের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৮৭০ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ১৭১ জন। একই সময়ে নতুন করে আরো তিন হাজার ১৪১ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে। এবং সুস্থ হয়েছেন ১১৭১ জন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.