কলা গাছের তন্তু বা আঁশ দিয়ে শাড়িসহ অন্যান্য পণ্য তৈরির দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিক জেলা কার্যালয় বান্দরবানে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। এতে অংশগ্রহণ করবেন ৫০ জন প্রশিক্ষণার্থীসহ বিসিক বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা কার্যালয়ের তাঁতিগণ।
বান্দরবান জেলায় পর্যটন শিল্পের মতোই কলাগাছের তন্তুর ‘হস্তশিল্প’ একটি বিশাল সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে কলাগাছের তন্তু (আঁশ) দিয়ে নারীদের শাড়ি, গয়না, স্যান্ডেল, গৃহসামগ্রীসহ বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে। সম্ভাবনাময় এ খাতের উন্নয়ন, দক্ষ জনবল তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
প্রশিক্ষণে বান্দরবান জেলার কর্মকর্তাসহ বিসিক প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ), বিসিক, বিসিক উন্নয়ন বিভাগের প্রধান জনাব জেসমিন নাহার ও বিসিক আইসিটি সেল প্রধান প্রকৌ. মো. দেলোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.