শোবিজ অঙ্গনে জনপ্রিয় দুই তারকা মডেল-অভিনেতা নোবেল ও চিত্রনায়িকা পূর্ণিমা। নোবেল মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত নাটকে অভিনয় করছেন। আর পূর্ণিমাও ছবির পাশাপাশি কাজ করছেন নাটকে। তবে কখনোই তাদের একসঙ্গে অভিনয় করা হয়নি। এবারই প্রথম একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন নোবেল ও পূর্ণিমা।
নাটকের নাম ‘মেঘ বলেছে যাব’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করবেন শেখ সেলিম। চলতি মাসের শেষ সপ্তাহে এর শুটিং হবে রাজধানীর বিভিন্ন লোকেশনে। আর এই নাটকে নন্দিত দুই তারকা অভিনয় করবেন স্বামী-স্ত্রীর চরিত্রে।
পরিচালক শেখ সেলিম জানান, দীর্ঘদিন প্রেম করার পর নোবেল ও পূর্ণিমা বিয়ে করে সংসারি হয়। কিন্তু বিয়ের অল্প কিছুদিন পর থেকেই সংসারে শুরু হয় নানা সংকট। এ নিয়ে তাদের মান-অভিমান। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।
নোবেল বলেন, ‘নাটকের গল্পটি শুনেছি, ভালো লেগেছে। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’
নির্মাতা আরও জানান, পূর্ণিমা বর্তমানে ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে। আর আগামী ঈদে ‘মেঘ বলেছে যাব’ নাটকটি প্রচার হবে আরটিভিতে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.