বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারন সম্পাদক তারেক সাইদের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ সকাল ৮টায় সংগঠনটির নেতাকর্মীরা জয়-জয়বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শহীদের মর্যাদা জানিয়ে পুষ্প অপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাতলীগের সাবেক সহ সভাপতি মাসুদ রানা, সাবেক ছাতলীগের নেতা আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, কেন্দ্রীয় ছাতলীগে সাবেক নেতা নাজমুল হাসান সোহাগসহ প্রমূখ।
সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বাধীন হওয়া পথে ঠিক সেই মুহুর্তে বাংলার বীর সন্তানদের হত্যা করে ওই পাকিস্তানের হায়নাদের দল। এই বীর সন্তানের জন্যই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.