বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় পশ্চিম আফ্রিকার স্থলবেষ্ঠিত দেশ বুরকিনা ফাসোতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, পূর্বাঞ্চলের ফাদা এন'গৌরমা এলাকায় একটি গবাদি পশুর বাজারে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালালে এই ঘটনা ঘটে। ঘটনার পরই সেনাবাহিনীকে ওই অঞ্চলে অভিযানে পাঠানো হয়েছে।
এদিকে, এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গভর্নর কোলোনেল সাইডু সানো শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, অজ্ঞাত বন্দুকধারীরা ফাদা এন'গৌরমা এলাকার নামৌনগু গ্রামের গবাদি পশুর বাজারে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।'
উল্লেখ্য, গত মে মাসে দেশটির পূর্বাঞ্চলের কোমপিয়েঙ্গা গ্রামের গবাদি পশুর বাজারে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে বন্দুকধারীরা। রকিনা ফাসো সরকার দেশটির একাধিক সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়ছে। এসব সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে আল কায়েদা ও আইএস এর যোগ রয়েছে। এভাবে একের পর এক প্রাণঘাতী হামলায় উদ্বেগ বাড়ছে দেশটিতে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.