ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভোলায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১৩ জেলের মধ্যে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মাছকাটা নদী থেকে ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় এসব লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, বাহাদুরপুর এলাকা থেকে ওই ৯ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভোলায় ঝড়ের মুখে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলে এরাই।
তবে বিস্তারিত কিছু বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
জানা গেছে, রোববার ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে চাঁদপুর থেকে ভোলার চরফ্যাশন যাওয়ার পথে নৌকাডুবিতে বেশ ১৪ জন জেলে নিখোঁজ হয়েছিল। তাদের মধ্যে রোববার একটি লাশ উদ্ধার হয়েছিল। সোমবারের ৯ জন নিয়ে মোট ১০ জনের লাশ উদ্ধার করা হলো। এদের সবার বাড়ি ভোলার চরফ্যাশনের নুরাবাদের আব্দুল্লাহপুরে।
এখনো ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.