পরিক্রমা ডেস্ক : বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সেরা উন্নয়ন কর্মকর্তা ডিসেম্বর- ২০২৩ সম্মেলন গত ০৩ জানুয়ারি (বুধবার) ঢাকার অদূরে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, কেরাণীগঞ্জে অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় পরিচালক কাজী সামিরুল হক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। এসময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকসহ সকল প্রকল্প প্রধানগণ উপস্থিত ছিলেন।
সম্মেলেনে প্রধান অতিথি বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ধীরে ধীরে তার কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। অনলাইন ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে তিনি সকলের প্রতি নির্দেশণা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডিসেম্বর-২০২৩ ক্লোজিংয়ের প্রথম অংশে লক্ষ্যমাত্রা অর্জনে সফল উন্নয়ন কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ক্লোজিংয়ের বাকি অংশ সফলতার সাথে শেষ করতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।সভাপতির বক্তব্যের পর ডিসেম্বর-২০২৩ ক্লোজিংয়ের প্রথম অংশে লক্ষ্যমাত্রা অর্জনে সফল এফএ থেকে ডিপিএইচ পর্যন্ত সকল স্তরের উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.