মোঃ ফারুক আহম্মেদ : বেনাপোলে কুড়াল দিয়ে আঘাত করে নিজ স্ত্রী রেশমা খাতুনকে নির্মম ভাবে হত্যা করেছে আবু সালাম মোড়ল নামে এক পাষণ্ড স্বামী।
রবিবার (২৭ আগষ্ট) রাত ২টার দিকে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেশমা খাতুন শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে এবং ঘাতক স্বামী একই উপজেলার পাঁচভুলাট গ্রামের জয়নাল আবেদীন মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সালাম মোড়ল ও রেশমা খাতুনের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রাতে পরিকল্পিত ভাবে কুড়াল দিয়ে রেশমা খাতুনের মাথায় অনবরত আঘাত করে সালাম মোড়ল, এক পর্যায়ে রেশমা খাতুনের মৃত্যু হলে ঘাতক সালাম মোড়ল রাতেই পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে স্বামী কর্তৃক স্ত্রী খুন হয়েছে। আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছি। পলাতক স্বামী সালামকে আটকের চেষ্টা চলছে।
বেনাপোল প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.