পরিক্রমা ডেস্ক : ভারত থেকে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও মদ আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
আজ রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বেনাপোল রেলস্টেশন থেকে এসব পণ্য আটক করা হয়।
বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার রবীন্দ্র কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশনায় ও আমার নেতৃত্বে কাস্টমস হাউজের রাজস্ব ও সহকারি রাজস্ব কর্মকর্তাদের একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির সময় জনৈক যাত্রীর কাছ থেকে ৪০ হাজার শলাকা বেনসন এন্ড হেজেস এবং ৯ হাজার শলাকা ইজি লাইট ব্রান্ডের সিগারেট ও বিভিন্ন ব্রান্ডের ১৮ বোতল মদ আটক করা হয়। আটককৃত মালের আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা। পণ্য চালান সমূহ রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মোঃ ফারুক আহম্মেদ/বেনাপোল প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.