বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির ৭ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি। ৮ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল আমীন।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন হবে।
নির্বাচন কমিশনার জানান, আগামী ১০ থেকে ১৩ জানুয়ারি মনোনয়নপত্র উত্তোলনের জন্য বলা হয়েছে। কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা ১৫ জানুয়ারীর মধ্যে করতে পারবে। একই দিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং নির্বাচনে প্রাথমিকভাবে নির্বাচিত (যদি থাকে) প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ জানুয়ারী সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর নীচতলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অফিসটি নির্বাচন কমিশন সচিবালয় হিসেবে ব্যবহৃত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.