বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছি। অপকর্ম করলে কেউ-ই ছাড় পাবে না।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘ক্যাসিনো নিয়ে সরকারের পলিসি কী?’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাসিনোর বিষয়ে এখনও নজরদারি চলছে। ক্যাসিনো নীতিমালার মধ্যে এনে চালু করা হবে নাকি একেবারেই বাদ দেয়া হবে, এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ বিষয়ে এ মুহূর্তে কথা বলতে চাই না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো সবাই আওয়ামী লীগের নেতা। বাদ কোথায়? আগে কোন দল ছিল, সেটা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয় ব্যবহার করছে। কাজেই আমি ঘর থেকেই অভিযান শুরু করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.