বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলার জেরে বোরকা পরা নিষিদ্ধ করল লঙ্কান সরকার। সেই সঙ্গে মুখ ঢাকা থাকে এমন সব পোশাকও নিষিদ্ধ করেছে সরকার। এক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তাঁর বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন।
রবিবারের দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতি অনুযায়ী, মুসলিম নারীরা এখন থেকে আর বোরকা, নেকাব বা মুখ ঢেকে রাখা যায় এমন কোন পোশাক পরিধান করতে পারবেন না। সোমবার (২৯ এপ্রিল) থেকে নতুন এ আইন কার্যকর হবে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। তবে নারীরা হিজাব পড়তে পারবেন বলে খবরে বলা হয়েছে।
গত ২১ এপ্রিল তিনটি চার্চ ও চারটি অভিজাত হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ শতাধিক। এ হামলার দায় স্বীকার করেছে আইএস। হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক অভিযানে নেমেছে। ইতিমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তথ্য সূত্র. সিএনএন, ডেইলি মেইল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.