প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ২:৪০ অপরাহ্ণ
আইডিআরএ চেয়ারম্যান পদে ড. এম আসলাম আলমের যোগদান
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তিনি সংস্থাটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আইডিআরএ’র সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছর আইডিআরএ চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন ড. এম আসলাম আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (৯ সেপ্টেম্বর) তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করেন।
সাবেক সচিব জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৪ জুন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.