পরিক্রমা ডেস্ক : এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সভা আয়োজন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। কোম্পানির শেয়ারহোল্ডারগণ ও শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলেন। বিগত বছরে কোম্পানির অর্জিত ব্যবসা এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার।
সভায় ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অনুমোদিত হয়, কোম্পানির বিদ্যমান পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন ও পুনর্নির্বাচিত হন এবং ২০২৩ সালের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়।
কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির মার্কেটিং ও ব্যবস্থাপনা টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভা শেষে শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী কোম্পানির উত্তরোত্তর সফলতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.