প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ
কবির আহমেদ পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত
কবির আহমেদ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। বীমা কোম্পানিটির ২৭৩তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
কবির আহমেদ ১৯৭৫ সালে ১ জুন ঢাকার ধানমন্ডিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
বিজ্ঞাপন

ইতিপূর্বে তিনি অত্র কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি পপুলার জুট এক্সচেঞ্জ, পপুলার জুট মিলস, পপুলার ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ, তেজগাঁও ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন এবং পিপলস ইক্যুইটিস (মেম্বার ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়াও তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, পপুলার ইক্যুইটিস এবং কুমিল্লা ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.