প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১:৪০ অপরাহ্ণ
জেনিথ ইসলামী লাইফের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : অদ্য ২৩ সেপ্টেম্বর২০২৩ তারিখ শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, পরিচালক জামিল আনসারী, মোঃ ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক মোঃ গোলাম নবী এফসিএ, কোম্পানির শুভানুধ্যায়ী এ কে এম বদিউল আলম, সামছুল আলম, শেয়ারহোল্ডারবৃন্দ, কোম্পানি সচিব, সিএফও ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন সম্মানিত শেয়ারহোল্ডার মোঃ আমিনুল ইসলাম।

দোয়া মোনাজাত করেন সম্মানিত শেয়ারহোল্ডার এ এস এম তৌহিদ। শেয়ারহোল্ডারদের পক্ষ হতে বক্তব্য রাখেন কিবরিয়া, মো জাকির হোসেন ও মোঃ জিয়াউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন শুভানুধ্যায়ী সামছুল আলম, ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। কোম্পানির অগ্রযাত্রায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে ও সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.