ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) নাম পরিবর্তন করেছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকটির নতুন নাম অনুমোদন দিয়েছে। এখন থেকে এর নাম হবে 'ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি '। সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ১৫ জানুয়ারি থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (দুই) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে রবিবার(১৫ জানুয়ারি) হতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি' করা হলো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.