প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
পাবনায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পাবনা অঞ্চলের ২ কোটি ৮৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) পাবনায় কোম্পানির নিজস্ব ভবনে এ আয়োজন করা হয়।
পপুলার লাইফের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ফিরোজ্জামান উজ্জ্বল।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সাইফুল ইসলাম রাশেদ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলাম, ফজলুল হক, জনপ্রিয় বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ প্রমুখ।
সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির ২ কোটি ৮৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.