প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
৩৮তম বার্ষিক সাধারণ সভা বিনিয়োগকারীদের জন্য ডেল্টা লাইফের ৩০% নগদ লভ্যাংশ অনুমোদন
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।
কোম্পানির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম কামাল, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, পর্যবেক্ষক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস এনডিসি এবং বহিঃ নিরীক্ষক, এসইসি’র প্রতিনিধি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.