ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া যৌন উত্তেজক ঔষধ খেয়ে মদন মিয়া নামের এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে প্রকাশ, গত শুক্রবার রাত ১০টার দিকে মদন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি বুকে ব্যথা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে আসে । জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হক রোগীর ইসিজি রিপোর্ট দেখে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হৃদরোগের কথা শুনে অসুস্থ মদন মিয়া চিকিৎসককে জানায়, আমি রামরাইল বাজারের একটি ফার্মেসী থেকে যৌন উত্তেজক ইউনানী সিরাপ খেয়েছি। তারপর থেকেই আমার বুক ব্যথা শুরু হয় ।
এর প্রায় ১৫ মিনিট পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে থাকা অবস্থায় ঢাকা নেওয়ার আগেই সে মারা যায় । মৃত মদন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে । সে দীর্ঘ দিন যাবত সোহাগ পরিবহনের ড্রাইভার হিসাবে কাজ করছিল। এর আগে এম্বুলেন্স চালাতো।
জেনারেল হাসপাতালের কার্ডিওলজি চিকিৎসক ডাঃ এম এ এহসান বলেন, মদন মিয়ার আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিল। তবে সে অতিরিক্ত যৌন উত্তেজক ঔষধ সেবন করায় তার হৃদযন্ত্রে আবার বড় ধরণের অ্যাটাক হওয়ায় সে মৃত্যুবরণ করে। তিনি আরো বলেন, আমরা এ ধরণের অনেক রোগী পাই যারা হৃদযন্ত্রের সমস্যা নিয়েও যৌন উত্তেজক ঔষধ সেবন করে থাকেন যার ফলে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.