বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ব্রিটেনে করোনাভাইরস মহামারির কারনে লক ডাউন ছিলো দীর্ঘদিন। দীর্ঘদিন পর বড় বড় কোম্পানিসহ সব ধরনের শপ এবং ব্যবসা প্রতিষ্ঠান খুললেও আগের মত বেচা-কেনা হচ্ছে না।
ব্রিটেনের অন্যতম পোশাক কোম্পানি মার্কস এ্যান্ড স্পেন্সার সংক্ষেপে এম এ্যান্ড এইচ নামে পরিচিত। করোনাভাইরাসে লকডাউনের পর বিক্রি কম হওয়াতে কোম্পানি তাদের ড্রেড পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
এম এ্যান্ড এস এর বস স্টেভ রওয়ে বলেন, কাস্টমার আর আগের মত শপে এসে তাদের পছন্দ মত পোশাক কিনছেন না। বর্তমানে অন লাইনে অর্ডার দিয়ে বাসায় বসে পছন্দের মত পোশাক পেয়ে যাচ্ছেন। আমরা এ অর্ডার দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই মালপত্র বাসায় ডেলিভারী দিচ্ছি। যেহেতু শপে বেশী কাস্টমার আসছেন না এ জন্য বেশী শ্রমিক প্রয়োজন হচ্ছে না, তাই শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। পর্যায়ক্রমে ৭০০০ শ্রমিক ছাঁটাই করা হবে।
শুধু যে এম এ্যান্ড এস কোম্পানি থেকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে তা নয়। জন লুইজ থেকে শ্রমিক ছাঁটাই করা হয়েছে ৫৩০০ জন। ডব্লিউ এইচ স্মিথ শপ থেকে ১৫০০।
এছাড়া অন্যান্য কোন না কোন কোম্পানী, শপ এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.