 
     আজই (শনিবার) মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। এমনটা ধারণা করছে দেশটির আবহাওয়া অধিদফতর।
আজই (শনিবার) মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। এমনটা ধারণা করছে দেশটির আবহাওয়া অধিদফতর।
এদিকে গত বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে তাণ্ডব চালাতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়টি। বৈশ্বিক আবহাওয়া বিষয়ক সংস্থা আকু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ঘূর্ণিঝড় আম্ফান বিষয়ক বিশেষ বুলেটিনে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছের স্থানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে মিয়ানমার হয়ে বাংলাদেশের কক্সবাজার–চট্টগ্রাম উপকূলের দিকে আঘাত হানতে পারে এটি।
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ৫ থেকে ৭ মে বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানি থাকতে পারে। দেশের অন্যান্য স্থানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে শনিবার সকাল থেকেই অন্ধকার করে রাজধানীতে তুমুল ঝড়-বৃষ্টি হতে দেখা গেছে। আগামী কয়েকদিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।
বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.