পরিক্রমা ডেস্ক :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ওরিয়েন্টশন
আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান শনিবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর সোনাডাঙ্গাস্থ আইইবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জল হালদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। তারা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরো সুনাম বয়ে আনতে পারে এ ব্যাপারে শিক্ষার্থীদের আরো সজাগ হতে বলেন। তিনি আরো বলেন, আধুনিক দেশ গঠনে তোমরাই আগামির হাতিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড টেকনোলজী ফ্যাকাল্টির ভারপ্রাপ্ত ডীন তাজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ড. মোঃ রউফ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি প্রক্টর মোঃ আসাদুজ্জামান। পরে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.