সরকার কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরীকে নিয়োগ দিয়েছে। নৌবাহিনীর এই কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী রিয়ার এডমিরাল এম আশরাফুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।
উপকূল রক্ষার দায়িত্বে থাকা কোস্টগার্ড বাহিনীর ডিজির দায়িত্ব পালন করে আসা এম আশরাফুল হককে নৌবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.