পরিক্রমা ডেস্ক : আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সাথে বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, সৌজন্য সাক্ষাৎ করেছেন প্যালেস্টাইন অ্যাম্বসেডর জনাব ইউসুফ এস ওয়াই রমদান। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) এর অফিসে তিনি সাক্ষাৎ করেন এবং গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ঢাকা প্যালেস্টাইন অ্যাম্বেসির ডিপুটি হেড জনাব জিয়াদ এম. এইচ. হামাদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ইনচার্জ) প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. তারেক আজিজ, এমপিই বিভাগের প্রধান প্রফেসর ড. এ এন মোস্তাফিজুর রহমান, প্যালেস্টাইন অ্যাম্বেসির প্রসানিক প্রধান আফিয়া ইবনাথ এ সময় উপস্থিত ছিলেন।
প্যালেস্টাইন অ্যাম্বাসেডর তাদের দেশের নারী শিক্ষার্থীদের আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর বিষয়ে আলোচনা করেন। এর পাশাপাশি অস্ট এবং তাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, শিক্ষাক্ষেত্রে তথ্যের আদান প্রদানের বিষয়ে ও আগ্রহ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.