পরিক্রমা ডেস্ক : জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজুর স্ত্রী জাহানারা বেগম ডলি (৬০) আজ (২২ জুলাই ২০২৩) রাত ১.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিয়্যূন)। জাহানারা বেগম ডলি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে জাহানারা বেগম ডলি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও নাতনিসহ আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন।
ইকবাল হোসেন রাজুর স্ত্রীর মৃত্যুতে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি -গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে রওশন এরশাদ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনি মরহুমার পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, পরম করুনমায় আল্লাহতায়ালা তার পরিবারের সকলকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.