নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুরের শিক্ষার্থীদের সংগঠন ডাকাতিয়া।ডাকাতিয়া পরিবারের সভাপতি রাসেল শ্রাবণ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিমুল চাঁদপুর জেলা তথা দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ।
সভাপতি রাসের শ্রাবণ বলেন, করোনা ভাইরাস যখন আমাদের পৃথিবীকে ধ্বংস স্তুপে পরিনত করছে ঠিক সেই মূহুর্তে আমরা এক মাস সিয়াম সাধনার পর এক ব্যতিক্রমী ঈদ উদযাপন করতে যাচ্ছি। আমরা আশা করব সমাজের সকলে নিজ জায়গা থেকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
সাধারণ সম্পাদক শিমুল বলেন, এই বিপর্যয় মূহুর্তে সবাই প্রশাসনকে সহযোগিতা করা এবং সরকারের সকল নির্দেশ মেনে চলা। সবাই নিজেকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন পরিচালনা করা। এই মহা বিপর্যয় মুহূর্তে আল্লাহ আমাদের সবাইকে এই ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা করুক আমরা সেই কামনা করি।ডাকাতিয়া পরিবারের উপদেষ্টামণ্ডলীর সদস্য, শুভাকাঙ্ক্ষী ও ডাকাতিয়া পরিবারের সকল সদস্যকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.