বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে জরুরি সভা করে এ ঘোষণা দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
নগরীর শিরোইল বাস টার্মিনালের কার্যালয়ে বৈঠক শেষে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাতাব হোসেন চৌধুরী বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দূরপাল্লা রুটের সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে আর নতুন করে বাস ছেড়ে যাবে না। যে বাসগুলো রাস্তায় আছে সেগুলো আসার পর আর গন্তব্যে যাবে না। প্রয়োজনে আন্তঃজেলা রুটের বাস চলাচলও বন্ধ করে দেয়া হবে। জনস্বার্থে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন এই পরিবহন শ্রমিক নেতা।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ জন। মারা গেছেন একজন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.