করোনায় আক্রান্ত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মারা গেছেন। মঙ্গলবার (২ জুন) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করার সময় তিনি মৃত্যুবরণ করেন।বিশ্ববিদ্যালয় পরিক্রমা নিশ্চিত করেছেন ইউডা’র রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত কায়েস চৌধুরী। তিনি জানান, মনিরুজ্জামান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সন্ধ্যার পর শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে বলেন চিকিৎসকরা। কিন্তু ঢাকা মেডিক্যালে তখন সেটা পাওয়া সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পরে তাকে ঢাকা মেডিক্যাল থেকে আজগর আলী হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। গাড়িতে তোলার সময়ই তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিকস রোগে আাক্রন্ত ছিল।তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালের নিয়ে যাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.