প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের প্রধান রেডিওলজিস্ট মেজর (অব) আবুল মুকারিরম মোহাম্মদ মহসিন উদ্দিনের করোনা পজিটিভ ধরা পরার পর তাকে এক সপ্তাহ আগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ইবনে সিনার একজন কর্মকর্তা বলেন, ‘মহসিন উদ্দিন গতকাল মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে মারা যান।’
তিনি জানান, মহসিন একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি হাসপাতালে দায়িত্বপালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন।
মহসিনকে নিয়ে করোনায় আক্রান্ত অন্তত তিন জন চিকিৎসকের মৃত্যু হলো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.