পরিক্রমা ডেস্ক : কানাডায় ভিসা আবেদন করেও তা কাঙ্ক্ষিত সময়ে পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ জন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও কানাডায় যেতে পারেননি তিনি।
জানা গেছে, কানাডায় অনুষ্ঠিত ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজে (এসিইউ) কাউন্সিল কনফারেন্সে আমন্ত্রণ পেয়েছিলেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান। আজ বুধবার জুলাই এই কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৫ জুন তিনি ভিসার আবেদন করেছিলেন। তবে তিনি ভিসা পাননি। এ জন্য কানাডা সফর বাতিল করেছেন ঢাবি উপাচার্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ওয়েবসাইটে ভিসার বিষয়টি প্রক্রিয়াধীন দেখাচ্ছে। এক মাসের মধ্যেও কাজটি সম্পূর্ণ হলো না। বিষয়টি আমার কাছেও অবাক লাগল।
তিনি বলেন, কানাডার ভিসার জন্য এই প্রথম আবেদন করেছি। তাই হয়তো এমন হয়েছে, সময় বেশি লাগছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকের দুই-তিন মাসও সময় লাগে। কিছু দুষ্টু মানুষ বিষয়টাকে ভিন্নভাবে প্রচারের চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.