ক্যাম্পাস প্রতিবেদক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী ২০২৩ উদযাপিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষ্যে ০৫ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসস্থ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জমি ও পুকুর কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.