গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা সর্বমোট ৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন, মারা গেছেন পাঁচজন। নতুন করে কোনো মৃত্যু নেই।
বৃহস্পতিবার বিকালে মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, নতুন আক্রান্ত পাঁচজনই পুরুষ। এদের দু'জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব।
একজন বিদেশফেরত। এছড়া তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্য একজনের সংক্রমণের ইতিহাস পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.