বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : চট্টগ্রামে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০টি সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার নগরের কোতোয়ালী থানার সিআরবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন- নারায়ণগঞ্জের সদর উপজেলার নিতাইগঞ্জ গ্রামের পরেশ চন্দ্র সাহার ছেলে লাভু সাহা ওরফে প্রলয় কুমার সাহা ও শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছোট শিদলপুরা গ্রামের হাশেম সওদাগরের ছেলে মো. বিলাল হোসেন ওরফে কাদের।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসাইন বলেন, গোপন সংবাদে প্রাইভেটকারটি আটক করে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা লাভুর কোমরে কাপড়ের ব্যাগে ও একটি বক্স থেকে বারগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, নগরের প্রবর্ত্তক মোড়ের বদনা শাহ মাজার এলাকা থেকে তারা বারগুলো নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। সেখানে থেকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। এ বিষয়ে দুইজনকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
উদ্ধার করা বারগুলো ২৪ ক্যারেটের উল্লেখ করে মোস্তাইন হোসাইন জানান, বারগুলোর ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম। যার আনুমানিক বাজার দাম চার কোটি ৪৫ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.