সভায় বৃহত্তর মতলব এর আইনজীবী সহকারীগন পরস্পর পরস্পরের প্রতি ভ্রাতত্ববোধ জাগরিত করারা প্রত্যয়ে ও একে অপরের কল্যাণে এগিয়ে আসতে চাঁদপুরস্থ বৃহত্তর মতলব আইনজীবী সহকারী কল্যাণ সমিতি করার বিষয়ে একমত পোষন করেন। পরবর্তিতে সর্ব সম্মতিক্রমে উক্ত সমিতির গঠনতন্ত্র প্রনোয়ন কমিটি, উপদেষ্টা কমিটি ও কার্যকরী পরিষদ গঠন করেন।
উপদেষ্টা/গঠনতন্ত্র প্রনোয়ন কমিটির সদস্যরা হলেন-
১) মো. হারুন অর রশিদ সরকার,
২) মো. সিরাজ আহমেদ,
৩) ইম. মিজানুর রহমান
৪) মো. দেলোয়ার হোসেন,
৫) মো. কবির হোসেন বেপারী,
৬) মো. ফারুক আহমেদ,
৭) মো. আ. শুক্কুর মিয়া,
৮) মো. নজরুল ইসলাম,
৯) মো. শাহজাহান প্রধান
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন
১) সভাপতি- মো. রুহুল আমিন,
২) সহ.সভাপতি- মো. শামসুজ্জামান,
৩) সাধারন সম্পাদক- অপূর্ব লাল মজুমদার,
৪) যুগ্ম সাধারন সম্পাদক- পিন্টু চন্দ্র সাহা,
৫) কোষাধ্যক্ষ- নূর মোহাম্মদ খান,
৬) সহ. কোষাধ্যক্ষ- মো. বিল্লাল হোসেন,
৭) কার্যকরী সদস্য- মো. মজিবুল ইসলাম,
৮) কার্যকরী সদস্য- নূর আহমেদ রানা,
৯) কার্যকরী সদস্য- শীতল মজুমদার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.