পরিক্রমা ডেস্ক : দায়িত্ব পালনে সৎ ও নিষ্ঠাবান হওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। গতকাল(০৩.১০.২০২৩খ্রি.) রাজধানীর শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট’এ ৩৯তম বিসিএস এর চিকিৎসকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৩ ঘণ্টার এক অধিবেশনে তিঁনি বলেন, “শুধু সৎ থাকা একমাত্র গুনাবলী নয়, এর সাথে প্রয়োজন পেশাগত দক্ষতা ও নৈতিকতা। প্রতিদিন কত রোগীকে হাসপাতালে সেবা দিলাম, সেবা গ্রহীতারা সন্তুষ্ট কিনা, তাদের সঙ্গে আচরণ মানবিক কিনা, তার মূল্যায়ন করতে হবে। সরকারি দায়িত্ব পালনে দুর্নীতির প্রচুর সুযোগ আসবে, কিন্তু কোনভাবেই প্রলোভনের ফাঁদে পা দেওয়া যাবেনা, এতে ধ্বংস অনিবার্য। অসৎ উপার্জন- কারীদের মানসিক শান্তি নেই, দুর্নীতির অর্থ কোথায় লুকিয়ে রাখবে, সেই অস্থিরতায় তাদের জীবন অশান্তিময় হয়ে ওঠে।
সরকারি দপ্তরে কেনাকটায় ভুয়া ভাউচার করে অনেকে অবৈধ অর্থ উপার্জন করছে। কিন্তু অসৎ উপার্জনের অর্থের হিসেব পরকালে অবশ্যই দিতে হবে এবং প্রত্যেক মানুষকেই তার কৃতকর্মের জন্য মহান আল্লাহ্র কাছে জবাব দিতে হবে। তাই চিকিৎসকদের অর্থলোভের উর্ধ্বে থাকতে হবে। ঔষধ কোম্পানি থেকে কোন অর্থ বা উপঢৌকন নেওয়া অত্যন্ত গর্হিত, এতে চিকিৎসকদের নৈতিক মনোবল দুর্বল হয়ে যায়। চিকিৎসা সেবার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের যে দোয়া ও ভালোবাসা পাওয়া যায়, তা কোটি কোটি টাকার চেয়ে অনেক মূল্যবান সম্পদ। জনসেবার সুযোগ বিবেচনায় সব ক্যাডারের মধ্যে চিকিৎসা ক্যাডার অতুলনীয়।
মানুষের ভালোবাসা অর্জনের শ্রেষ্ঠ স্থান। শুধু ডাক্তারী পেশা নয়, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ
দূষণ সম্পর্কেও চিকিৎসকদের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। বর্জ্যের দূষণ ও দূষিত খাবার সম্পর্কে মানুষকে
সচেতন করতে হবে। ওষুধ নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক ও ভেষজ খাবারের প্রতি মানুষকে উৎসাহিত করতে
হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.