চিকিৎসা ফলোআপ শেষে আজ শনিবার দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি ১৬ অক্টোবর দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আজ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে পৌঁছান।
বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন। আগামী রবিবার থেকেই তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
প্রায় ১৫ দিনের চিকিৎসা ফলোআপ সফরে তিনি শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছে তার দফতর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.