চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর অর্থ কমিটির ৬৪তম সভা অদ্য ০৬ জুন (বুধবার) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়েট অর্থ কমিটির সভাপতি ও মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো—ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: হযরত আলী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সুত্রধর, বহিঃ সদস্য হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ রোখছানা বেগম। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন চুয়েট এর কম্পট্রোলার জনাব মো. সফিকুল ইসলাম।
বার্তাপ্রেরক-
//স্বাক্ষরিত//
আইদিত ইবনে মঞ্জু
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ দপ্তর,
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.