পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০শে জানুয়ারি (মঙ্গলবার) ২০২৪ খ্রি. বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমান।
সাধারণ সভায় শিক্ষক সমিতির সদস্যগণ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। তৎপ্রেক্ষিতে, সমিতির পক্ষ থেকে সেসব বিষয়ে প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.