ডেঙ্গুজ্বর মহামারী আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। এখন পর্যন্ত প্রায় প্রতিটি হলের শতাধিক শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। কিন্তু উদ্বেগের বিষয়, নিকটস্থ ঢাকা মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সরকারি-বেসরকারি কোন হাসপাতালেই ডেঙ্গু আক্রান্তদের স্থান সংকুলান হচ্ছে না। ইতিমধ্যে ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফিরোজ কবির ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ক্যাম্পাসে ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছে -
(১) ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
(২) ক্যাম্পাসে নিয়মিত মশার ওষুধ প্রয়োগ নিশ্চিত করতে হবে ও এডিস মশার সকল বিস্তারস্থল ধ্বংস করতে হবে।
(৩) চিকিৎসক, ওষুধ ও যন্ত্রপাতির অপর্যাপ্ততা জরুরি ভিত্তিতে দূর করতে হবে।
(৪) দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চিকিৎসাকেন্দ্র আধুনিকায়ন ও সম্প্রসারণ করার মাধ্যমে শিক্ষার্থীদের সকল স্বাস্থ্যসমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.