বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর উপর পাশবিক নির্যাতনের
প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৮ জানুয়ারি
২০২০ অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.
আখতারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ
কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ অন্যান্য
শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই পাশবিক নির্যাতনের
তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন
নির্যাতিত ছাত্রীর পাশে থেকে সবধরনের সহায়তা করবে। উপাচার্য এই ধরনের
পাশবিক নির্যাতনের পুনরাবৃত্তি রোধে কার্যকর ভূমিকা পালনের জন্য
সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি
প্রদানে আইনি কাঠামোর মধ্যে কোথাও ঘাটতি থাকলে তা খতিয়ে দেখতে
হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.